দিনের ক্লান্তির পরে
তৃষ্ণায় চাঁদের আকাশে ছোটাছুটি
জোনাকি তাঁরার আর ঘুম নেই।


আকাশের এপার অপার
রাতের চিৎকার
উড়ন্ত পাখির মতো
তাঁরারা মিট্ মিট্ চায়।


শিশিরেরা ওখানে
বাতাস চঞ্চল
সবুজ ঘাসের গন্ধ
আঙিনায় শ্রাবণের ঝড়
সাগরের গভীর নিল বুকে
কাপনের শুড়শুড়ি।


শব্দহীন নিবেদন
কথা বহু মনের তলায়
জিভ মোর বোবা
প্রশ্নের ব্যাকুল চাহনি,
হালকা বাতাস
নুয়ে পড়া এক হাতে
আর একটা বোবা হাত কাঁপে
বিদ্যুতের কান্নায়।


মরমের দুর কানা কানি কানে
স্নায়ুদের অবাধ্য ব্যাকুলতা
অতর্কিত দৃষ্টির উদ্বেগ প্রসার
প্রত্যয় জেগে আছে জীবনের মাঝে
কানায় কানায়
স্পন্দনে স্পন্দনে প্রচ্ছন্ন আশায়।


সিলেট, ১৯৯২