লাল সবুজে সপ্নভূমি
কি মনোরম শোভা
প্রিয়তম জন্মভূমি  
আহ! কি মনলোভা।


নদীর পানি বয় যে ধারা
নীল চাদরে ঢাকা
মন করে দেয় বাঁধন হারা,  
কোন সে তুলির আঁকা।


শীত বসন্তের মাঝে ছোঁয়া
সোনার চেয়ে খাঁটি
ঠিক যেন এ মায়ের দোয়া
অন্ন ভরা বাটি।  


বিশ্ব ঘুরে এমন দেশটি
পাইনি কোথাও খুঁজে,
ধন্য জনম দুচোখ যেন
এই এখানেই বুজে।