পৃথিবীতে নেই কোথাও এমনি শোভন দেশ
লাল সবুজ শ্যমল ভুমি আমার বাংলাদেশ।।


তুলির আঁচড়ে যেন সবুজ সকাল জাগে
মুমিন হৃদে তোমার প্রেমে জান্নাতের বাগে
গাছের ডালে পাখিরা গায় লাল সবুজে বেশ।


পাখির গানে গহীন বনে সুরেলা আসর
লাল সবুজের বুক জুড়ে দেখ ওলীদের বাসর
তাই ফসলের মৌ সুবাসে সোনার বাংলাদেশ।।


সাগর নদীর বুক জুড়ে যায় সারি সারি নাও
প্রেম প্রীতেতে বসত গড়ে আমাদেরই গাও
হাজার প্রেমের রক্তে ভরা সবুজ বাংলাদেশ ।