হায়রে টাকা
তোর কারনে আজ সত্য হয়
মিথ্যায় ঢাকা।
কেরে তুই কেন তোর এতো শক্তি
কোন সে টানে তোকে সবাই করে ভক্তি,
কেন পারিস না তুই, দুখির দুখ ঘুচাতে
কেন কাঁদাতে আসিস তুই
সুখ দেওয়ার পরিবর্তে।
কেনরে তুই কেড়ে নিস মানুষের বিবেক
ধিক্কার তোকে অসহ্য তুই তোকে চির ধিক।
আজ যার ক্ষমতা তার-
কাল অন্যের হাতে
কেমন প্রভু ভক্ত তুই
ঘুড়িস সবার পাটে।
তোর কারনে ছিন্ন কেন মায়ার বন্ধন
তোর কারনে সব খানে আজ কেন এতো ক্রন্দন
তোর হৃদয় পাষানে ভরা
রক্ত চোষা তুই-
তোর কারনে ছিন্ন হলো
কত মানুষের সংসারে ভূই।
তুই কি পাগল না-কি বড় উদাসি
কাকে যাস গোপনে ভালোবাসি।
তোর হাত রক্তে মাখা কত মানুষের প্রাণ
তবু সবাই তোরে কেন করে সম্মান।
তাহলে কি তুই মান -আপমান
সত্য -মিথ্যা অভিমান।
তোর কারনে ধ্বংস হলো কত ইমারত
তোর কারনেই বাড়ালো আবার
হাজারো টাওয়ার -ইজ্জত।
তুই হলি অলস দুপুরে ক্ষুদার্তের
ক্রর হাসি
তুই হলি সুখ বিলানো -দুখ বাড়ানো
মরুর মরিচিকার রাশি।