হাটো!
বাবার অাঙ্গুল ছে‌ড়ে হা‌টো।
অাপনা‌কে বি‌লি‌য়ে দাও হ‌বে না‌ তো খা‌টো।
বহু দূর বহু পথ অ‌বিরাম ছুটো।
রক্ত ক্ষরন ক‌রে
হৃদয়পু‌রে ঘু‌রে‌ ফি‌রে
হা‌টো‌ অারও হাট‌ে‌া।
রক্ত স্না‌নের উন্মাদনায় মা‌তো।


স‌বে তো হ‌লো শুরু
ধ‌রে‌ছো গলায় নতুন ভাষায় গা‌নের সুর।
‌বহুদূর হে‌টে যাও  ।
ভালবাসার সীমানায় সাজ‌ানো বাস‌রে ই‌তি টে‌নো না‌কো।
বহু দূর বহু পথ  ছুটো।
দাবানলরে উন্মাদনায় হাটো।
বাবার অাঙ্গুল ছে‌ড়ে মু‌ষ্টিবদ্ধ হা‌তে হা‌টো।


‌কেউ ‌পিছু ডা‌কলে  ডাকুক না হয় সারাক্ষন
‌কিছু ছ‌বি অার অালপনায় রাঙ্গাও তোমার মন।
‌তৃষ্ণার জ্বালা‌কে অমৃ‌তের অা‌নন্দে ঢাকো।
অাছ‌ড়ে প‌ড়ে অাবার উ‌ঠে হা‌ট‌তে থাক।
বহু দূর বহু পথ হা‌টো।
অধর্মকে পদ‌পিষ্ট ক‌রে ন্যা‌য়ের সা‌থে মা‌তে‌া।
হা‌টো ! অাহা হা‌টো !
অারও ‌জো‌ড়ে অারও জো‌ড়ে হা‌টো।
দাবান‌লের উন্মাদনায়  ছুটো ।