(   তুরাগ তীরের বিশ্ব ইজতেমা )


ওহে বহে চল তুমি তুরাগ
কাটিয়ে বিরাগ
প্যাঁচিয়ে বাঁকে বাঁক
মুসলিম জাহান উঠায়ে তুফান
আল্লাহর নামে হাকে হাক।


তুমি মমতা তারে দিয়েছ কত
ধুয়েছো তার ময়লা যত
নিত্য নিত্য বাণী সত্য
রচিলে কত ইতিহাস।
দিয়েছ আশ্বাস,  নিয়েছি নিশ্বাস
সারা বিশ্বে মুসলিম আজ শত্রূতাকে করছে বিনাশ
তুমার তীরেই রচিল ওদের ভাতৃত্ব প্রেমের বসবাস।


নাই বিবাদ রাখে হাতে হাত
গেয়ে চলল হামদ নাত।
নাইরে কোন জাতের বড়াই নাইরে কোন জাত বেজাত
গেয়ে চলল হামদ নাত।


বহে চল তুমি ,
বহে চল ওগো বহে চল তুমি তুরাগ
কাটিয়ে বিরাগ
প্যাঁচিয়ে বাঁকে বাঁক
মুসলিম জাহান উঠায়ে তুফান
আল্লাহর নামে হাকে হাক।