অামার অাছে ছোট্ট খুকু তিরিং বিরিং নাচে
হস্ত পদ কম সময়ই শান্ত অনড় থাকে
উদর যতই পূর্ণ থাকুক তবু অাঙ্গুল চোষে
কারো সাথে লাগে যদি,মারতে পারে কোষে
বুদ্ধিতে সে শুধুই অতুল,তেজে ভরা মন
বোনের সাথে ঝগড়া তার চলে সারাক্ষণ।
মা বিচারক করতে বিচার,হিম শিম খান
ফুলের টোকা গায়ে দিলে বারে অভিমান।
তোতার মতো বলছে কথা ছোট থেকেই গান
চুরি করে বুয়ার সাথে খাচ্ছে সদা পান।
তি তি ঘরে রান্না হলে কলিজা মাথা তার
তা না হলে উপোষ থাকে হয়না যে অাহার।
প্রভাত কালে ঝরা ফুলে ছোট মালা গাথি
সাথি দিতে পাঠশালাতে ছুটে রাতারাতি।
লেখা পড়ায় অতি ভাল মা কে ভালবাসে
দোলনায় দোল খায় সদা খেলে হাসে।
সুযোগ পেলেই গেমস খেলা ভিডিও দেখা
অাজ না হয় থাকুক,অার কত যায় লেখা?
নামটি তার সোনার দলা সবার কাছে প্রিয়
তোমরা সবাই অাইমানেরে ভালবাসা দিও।