মাঝে মাঝে এই গাঁয়ে তিন থেকে চার দিন
বন্যার কারনে সবাই থাকি বিদ্যুৎ বিহিন।
যে দিকে তাকাই দেখি লাইট, ফ্যান বন্ধ,
নিরব সকল নীড়, টিভি,সিডি অন্ধ
মিল,কল, কারখানা,হয়েছে বড্ড কানা
ছোলারে ও নেই চার্জ, বর্ষন এক টানা
মোবাইল মরে গেছে ল্যাপটপ যায় যায়
ফ্রিজেরর মাছ গোস পচে গলে হায় হায়
অাধারে ডুবে মরি চার্জার জ্বলেনা
টয়লেটে পানি নেই,মটার আর চলেনা
অায়রনে নেই উম,এসি নয় ঠান্ডা
ঠুস ঠাস লেখা পড়া স্যার দেবে ডান্ডা
গার্মেন্টস,ফ্যাক্টরি,ফটোস্ট্যাট বন্ধ
বিদ্যুৎ ছাড়া যেন পৃথিবীটা অন্ধ।
আলট্রাসনো ইসিজি সব খানে নাই নাই
রোগিদের ছটফট,পরানটা যাই যাই।
দম হয় বন্ধ, ফুরায় আনন্দ
বিদ্যুৎ ওয়ালাদের করি গাল মন্দ।
বিদ্যুৎ না এলে বুঝি, প্রয়োজন কেমন ই
মনে হয় বিশ্বটা থেমে যাবে এখুনি।