রহমাতের মাস,মাগফিরাতের মাস,নাজাতের মাস,
এই মাসে যে রাখলোনা রোজা,
হোল তাঁর সর্বনাশ।
এই মাসে যে প্রভুর থেকে নিলনা ক্ষমা,
দয়ার দুয়ারে চোখের পানি দিলনা জমা।
হাত উঠিয়ে গুনাহ গুলি করলনা প্রকাশ,
হোক তার সর্বনাশ।
কারো সম্মুখে বলা হলে রাসূলেরি নাম,
সে যদি না পড়ে তখন দরূদ সালাম।
আল্লাহ বলেন ধ্বংস তার করো বিশ্বাস,
হোক তার সর্বনাশ।
মাতা পিতা বৃদ্ধাবস্থায় পেল যারা ঘরে,
অর্থ শ্রম সদ্ব্যবহার করেনা তাদের পড়ে।
কষ্ট পেয়ে উহঃ বলে ছাড়ল নিঃশ্বাস।
হোক তার সর্বনাশ
যাকাত ফেতরায় কার্পন্য করবে যে জন ভাই
পরকালে তাহার বুঝি মুক্তি কভু নাই।
এই মাসে যে গরীব দুখি করল নিরাশ,
হোল তার সর্বনাশ।