বৈশাখে আম পাকে জৈষ্ঠে কাঁঠাল,
তাহার ঘ্রানে মন হয যে উতাল।
আষাঢ়ের বনে বনে কদমের ঘ্রান,
শ্রাবনের রিম ঝিমে উদাশ এই প্রান।
ভাদ্রের ঘরে ঘরে আউশের ভিড়,
আশ্বিনে কাশ ফোটে তটে নদীর।
কারতিক অগ্রহায়নে নবান্ন ঘরে ঘরে,
এ সময়ে মৃদু মৃদু কুয়াশা ঝড়ে।
পৌষে খেজুর রসে পিঠা খেতে ধুম,
মাঘে লেপ কম্বলে আরামের ঘুম।
ফাল্গুুনে চারিদিকে ফুল ফোটে বাহারে,
চৈএর হাহাকার পানি নাই আহা-রে।
বসন্তে কোকিলেরা কুহু ডাকে ডালে,
বন জুড়ে ঝিঁ ঝিঁ ডাকে মনের তালে।
মাঝে মাঝে হাওয়া বয় পাতা ঝড়া মর মর।
খাঁ খাঁ রোদ্দুর চৈএর দিন ভর।
কুয়াশায় রোদ্দুরে আম কুড়ি ঝড় বার।
গ্রিষ্ম ও শীত কম সময়টা মজাদার।
নতুন পাতায় ফুলে দেশ হয় তাজা,
বসন্ত হলো তাই ঋতুর রাজা।।