যবে সে আসিল ভবে
হাসিল তখন  সবে
বিদায় বেলায় শুধু কাঁদায়েই যায়।
স্মৃতির আঙিগনা রাঙে
ব্যাথায় পাঁজর ভাঙেগ
সাগর বহিয়া চলে আখির পাতায়।
কখন আসিবে যম?
কিভাবে ফুরাবে দম?
কবে কোথায় কার হইবে মরণ?
বিধির নিঠুর খেলা
বুঝবে বিদায় বেলা
তাহার আগে সব রেখেছে গোপন।
হবেনা তো আর দেখা
জনম রইবে একা
ভেবে ভেবে নির্বাক চেয়ে থাকি বাকে।
কভু আসিবেনা ফিরে
সকল বাঁধন ছিড়ে
চলে যায় যদি সে ভালবাসি যাকে।
জন্মিলে মরিতে হবে
এ বিধান জানে সবে
যদিও  মেনে চলে না সব জাতি।
জীবনের দুই কুল
নাহি আর করি ভুল
হায়াত থাকিতে জ্বালি ঈমানের বাতি
মউত এমনি সাজা
মানেনা সে তরতাজা
বুঝেনা বৃদ্ধ, শিশু,রুগ্ন,সুস্থ কোন কিছু
যখন  আসবে ডাক
যতই জরুরি থাক
ছাড়িবেনা রাজা প্রজা উচু আর নিচু
নির্দয়  আজরাইল  এসে
প্রান নিবে ডলে পিশে
সেও তো পালন করে বিধির বিধান।
ধরায় অন্ধ বধির
ব্যবধান বাদশাহ ফকির
কবরের পানে দেখ সবাই সমান।
সাদা কাপড় পড়ে
মাটির আঁধার ঘরে
সবাই আসবে ফেলে গহীন কবর।
জনম জনম ধরে
একেলা রইব পরে
কেমন আছি কেউ নেবেনা খবর।
কেউ আজ কেউ কাল
ছিড়ে জীবনের জাল
যাচ্ছে চলিয়া ফেলে সব চিরতরে।
ছাড়িয়া আপন জন
থাকুক বস্তি/ভবন
সবাইকে যেতে হবে আগে আর পরে।