সৃষ্টির শ্রেষ্ট তুমি স্রষ্টার দান।
তব তরে সৃজিয়াছে নিখিল জাহান।
আরস কুরছি সব লৌহ কলম
ধন্য হয়েছে পেয়ে তোমার কদম।
পশু পাখি যত মাখলুক খোদার
মানব দানব তুমি পিয়ারা সবার
বাতিলের আতঙ্ক তুমি সত্যের প্রাচীর
অসহায়ের বন্ধু তুমি রণ ভূমে বীর।
কঠিন বিপদে তুমি ধৈর্যের প্রতিক
প্রোলভন পায়ে দলে দিলে শত ধিক।
আমাবশ্যায় তুমি পূর্নিমা চাঁদ
বিশ্ব খুলিল আঁখি পেল নব স্বাদ।
অশান্তি মাঝে তুমি শান্তির দুত
সৃষ্টির শ্রেষ্ট তুমি সৃষ্টি নিখুঁত।
পথ ভোলা মানুষেরে তুমি দিলে দিশা
উদিল সুখের রবি ঠেলে অমানিশা।
মাহফুজ থেকে নিয়ে এলে কুরআন
মানবের মুক্তির দিলে সন্ধান
বিশ্বের লাগি তুমি রহমত অতুল
উদারতা দিয়ে ধরা করেছ ব্যাকুল।
হাজার বছর হল নিয়েছ বিদায়
তব পাগলেরা আজও খুঁজে ফেরে হায়।
নিশি রাতে অশ্রুতে বুকটা ভাসায়
অনুসরণীয় তারা কর্মে তোমায়।
পাইতাম যদি দেখা তব একবার
নিভে যেত হৃদয়ের জ্বালা অঙ্গার।
স্রষ্টা তোমায় দিল তার প্রিয়  দ্বীন।
স্রষ্টির মাঝে তুমি তুলনা বিহীন।