তুমি বিদুষী, তুমি মহিয়সী
সত্য প্রদীপ জ্বালাতে সাহসী।
ইসলামী অনুশাসনে তুমি শৃঙ্খলাবদ্ধ
সুপ্ত প্রতিভা নয় তবু আবদ্ধ।
লেখনী তোমার আবহমান,
যেন অপার প্রকৃতির দান।
ইস্পাতী ইমানে তুমি নৈপুন্য
পূরন হোক লুপ্ত স্বপ্ন।
মনের কুঠুরিতে কত কল্পনা,
বিকশিত করে তা আল্পনা।
ভব মাঝে যেন অনন্য,
পরধামে হবে তুমি ধন্য।



লেখাটি স্বরচিত নয়, তবে আমাকে ই
উৎসর্গিত