দেশ ও বাসির কাছে অামি
শুধাতে আজ চাই
সব কিছুতে ভ্যাজাল  ভরা
অাসল কিছু নাই
ফলে ভ্যাজাল জলে ভ্যাজাল
দলে ভ্যাজাল আরো
রঙে ভ্যাজাল সঙে ভ্যাজাল
ঢঙে ভ্যাজাল কারো
আয়ে ভ্যাজাল ব্যায়ে ভ্যাজাল
ভ্যাজাল নির্বাচনে
মানুষ আছে কজন খাঁটি
ভ্যাজাল সবার মনে।
তেলে ঝালে হাজার ভ্যাজাল
ওরে ভ্যাজাল সোনা!
হাটে ঘাটে কত্ব ভ্যাজাল
নাহি যে তার গোনা।
ভ্যাজাল মুক্ত মাটি আমার
সোনার চেয়ে খাঁটি
রক্ত দিয়ে জীবন দিয়ে
করল পরিপাটি।
তবু কেন সকল ভ্যাজাল
বাঁধলো এ দেশ ঘাটি?
কতো ভ্যাজাল বাজেরে হায়
কিনতে  সেই  মাটি।
দোষটা তো ভাই পন্যের নয়
দোষটা সবার মনে
তুমি অামি ভাল হলে
ভ্যাজাল টা কোন খানে?