রমজানেরি খবর নিয়ে
ঐ উঠেছে চাঁদ।
বিশ্ব জুড়ে মুমিন হৃদয়
খুশিতে উম্মাদ।
আরো খুশি মুর্দা গনে,
আযাব নাহি গোরে।
শয়তানেরা বন্দি হলো,
খোদার কারাগারে।
আনল খবর সেহেরি আর
ইফতারিরও মজা।
খুশির জোয়ার বইছে মনে
রাখছে যারা রোজা।
তারাবিতে মুমিন চলে
মসজিদেরি পানে।
সেই সুরে হৃদয় গলে
যেই শুধা কুরআনে।
তাহাজ্জুদে দু চোখ বেয়ে
অশ্রূ যাদের ঝড়ে,
রমজানেরি অসিম শুধা
বইছে তাদের ত্বরে।
আয় ছুটে আয় পাপি তাপি
রহম লুটে নিতে।
একের লাগি নয় এ দয়া
চায় সবারে দিতে।
ক্ষমার লাগি মোদের ত্বরে
মহান প্রভুর দান,
রহমত মাগফিরাত নাজাত নিয়ে
এলো মাহে রমজান।
মুমিন ঘরে কুরআন পড়ে
অধিক পরিমানে।
নাযিল হল মহাগ্রন্থ
মাহে রমজানে।
এলো শবে কদর রাতি,
খোদাকে পাওয়ার
চাহো প্রভুর দারে।
যার যা চাওয়ার,
ধনি যাকাত ফিতরা দিবে
দুস্থ দুঃখি জনে।
বাদশা ফকির ঈদের খুশি,
বইবে সবার মনে।
এমন নিপুন বিধান যাহার
তিনি মহান রব।
তিনি দিলেন জীবন মরন
তিনি সবার সব।