আজি বিদায়ের বিন বাজিয়া উঠেছে,
মোদের হৃদয় কোনে।
জলভরা চোখে কষ্টের বুকে,
ব্যাথা দ্যায় ক্ষনে ক্ষনে।
ভেঙ্গে চুরে মন হয় খান খান,
দেখে এ করূন দৃশ্য।
আমরা ছিলাম এই বাগিচার,
গুরুদের প্রিয় শিষ্য।
নিয়ে যাব বিদায়, রেখে যাব স্মৃতি
হারাবো স্নেহের ছোঁয়া।
নির্বোধ মোরা হতে পারে ভুল,
ক্ষমা করে করিবেন দোয়া।
জীবনে যেন হতে পারি বড়,
চাই এ আশির্বাদ।
মানুষের মত মানুষ হই যেন,
মিটে যেন সখ সাধ।
আমার পড়ার সাথী ছোট ভাই বোন,
তোমাদের করি এই নিবেদন,
ভুলিওনা যেন কভু।
সকল স্মৃতি চিরদিন,
সবার মনে মনে যেন থাকে অমলিন,
যত দূরে যাই তবু।


বি:দ্র: বাচ্চাদের  বিদায় অনুষ্ঠানে স্কুল  টিচারের
অনুরোধে  লেখা।