দয়াল আমায় ডাকবে কখন
কারো জানা নাই
সবাই নিয়ে আমায় দেবে
মাটির ঘরে ঠাই।
রঙিন ধরা রঙিন রবে
রইবনা তো আমি
সব পরিচয় মুছে দেবে
ছিলাম যতই দামি
ধরা হতে মিটে যাবে মোর
সকল প্রয়োজন
ছিন্ন করে দিবে মরন
মায়ার ই বন্ধন।
মাথার ঘাম পায়ে ফেলে
যা করেছি আয়
আজ সকলই পরের হাতে
ফাঁকি দিছে আমায়
শূন্য হাতে চলছি আমি
সঙ্গে নিলাম কি?
আমল যদি থাকত কিছু
হইত আজ সাথী
সারা জীবন ভুল করিলাম
পরের লাগি সব করিলাম
নিঃষ আজি মাওলার
সামনে জবাব দিব কি?
সুদে ঘুষে করছি কামাই
সবাই খেতো মজা
আজকে একাই ভোগ কোরছি
সেই পাপের ই সাজা।
সজনরা কেউ নয়তো সাথি
সবাই ফেলে যায়
কবর পানে আজকে আমি
বড়ই  অসহায়।