সবুজ শ্যামল এই গাঁয়ের স্মৃতি,
ভুলব কেমন করে।
সোনার দেশে সোনার ধানে,
পৌষে মাঘে ভরে।
যেমনি শোভা থাকতে মাঠে,
তেমনি শোভা চাষার মাথায়,
আকাশ শোভা চাঁদ খানি ঐ,
হেসে থাকে পাতার ফাঁকায়।
জোছনায় এ দেশ হয় যে আলো,
দুর করে দেয় সকল কালো,
এই গাঁয়ের ই বাসিন্দারা,
সবার দিন কাটুক ভালো।
নিয়তি যে আমায় নিয়ে,
ছুটছে এবার বাহির পানে।
সবুজ যেন হাতছানি দেয়,
নদী বয়ে যায় গানে গানে।
ফুল কলিরা যেন বলে,
যাচ্ছ কেন মোদের ফেলে,
স্বাদ গন্ধ উজার করে,
দিব তোমায় সবই ঢেলে।
পাখির সুরে মায়া ভরায়,
বাশির সুরে কান্না জড়ায়,
নদীর ঢেউ বুকের মাঝে,
চোখের পানি বিদায় জানায়।
এই দেশেরই শীতল হাওয়া,
দোল দিয়ে যায় সকাল সাঝে।
বাংলা ভাষা কইছে যেন,
অামায় রেখ মনের মাঝে।
আমিও বলি ভুলনা আমায়,
মনে রেখ পায় পায়।
ছড়িয়ে গেলাম ভালবাসা,
কুড়িয়ে নিয়ে মেখ গায়।
যেদিন আমি হারিয়ে যাব,
থাকবনা আর এই ধরায়।
আমার সাক্ষী হবে তোমরা,
এই দেশেরি ধুলি কনায়।


বি:দ্র: ১৯৯৭ইংসালে প্রবাসে যাওয়ার সময় লেখা।