স্বাধীনতা মানে ঘর ছাড়া কোটি প্রানের
ঘরে ফেরার পালা।
স্বাধীনতা মানে হানাদার রাজাকারের গায়ে
অগ্নিদহন জ্বালা।
স্বাধীনতা তুমি বঙ্গ বন্ধুর
বজ্র কন্ঠের আহ্বান।
স্বাধীনতা তুমি লক্ষো প্রানের ত্যাগে
রেখে যাওয়া অবদান।
রক্তের সাগরে করেছে স্নান,
লাখো শহীদের দেহ।
ধর্ষিত হয়েছে কতযে মা বোন
হদিস পায়নি কেহ।
গোলামির শিকল ভেঙ্গে খান খান,
স্বাধীনতা এনেছে ছিনে।
বাংলা মাটির সূর্য সেনারা
থামেনি বিজয় বিনে।
রক্ত পানের নেশায় মেতেছে
হিংস্র হানাদার।
সেই রক্ত,জীবন,ইজ্জতের বিনিময়ে
আমরা পেয়েছি স্বাধীনতা উপহার।
স্বাধীনতা তুমি আকাশের নীল
তটের সদ্য কাশ।
স্বাধীনতা তুমি বিশ্বের বুকে
উজ্জ্বল ইতিহাস।