ডুবিয়াছে সূর্যটা নামিয়াছে রাতি
জ্বলিয়াছে শহরের লাল নীল বাতি।
যে দিকে তাকাই শুধু গাড়ি অার গাড়ি
পিপ পিপ শব্দে কর্ন হইয়াছে ভারি।
রাস্তার দু ধারে কত সাইনবোর্ড দাড়ি
একে একে অাসিতেছে যাইতেছি ছাড়ি
চারিদিকে মার্কেট দেখিতে বাহার
হোটেল রেস্তোরাঁয় চলিছে অাহার।
ফেরিঘাটে ফেরি করে শত ফেরিওয়ালা
হকারের ডাকা ডাকি কান ঝালাপালা
কেউ বেচে কেউ কেনে ব্যস্ত সবাই
কারো দিকে তাকাবার ফরসুত নাই।
অন্ধ অাতুর পাতে সবারে দু হাত
কেউ দেয় কিছু কড়ি কেউ বলে ধ্যাত।
কেউ যানজটে বসে গুনছে প্রহর
ইট পাথরে গড়া ঢাকার শহর।