বাংলা অামার মায়ের ভাষা
বাংলা অামার গান।
এই ভাষাতে কইলে কথা
জুড়ায় অামার প্রান।
ভাষার ত্বরে যারা লড়ে
জীবন দিল অকাতরে,
হৃদয় দিয়ে চিরদিন করি
তাদেরই সম্মান।
এই ভাষাতে ছন্দ ছড়া
এই ভাষাতে লেখা পড়া,
এই ভাষারই চাওয়া পাওয়ায়
ভিজেছে পরান।
এই ভাষাতে স্বজন সাথে
কুশল করি দিনে রাতে,
এই ভাষাতে দুঃখ দুরি
ধরি সুখের তান।
এই ভাষাকে ভালোবেসে
রক্ত দিল যারা হেসে,
এই ভাষার লাগি কত মা যে
হারাল সন্তান।
অমর একুশে ফেব্রুয়ারি,
প্রভাত ফেরির গান।
বিশ্ব মঞ্চে বাঙ্গালি তুলেছে
মাতৃভাষার স্হান।



"বাংলা অামার ভাষা"