স্মৃতি, কেন তুমি এত মধুর?
তোমার এক পশলা হাসিতে, এ ভরা গ্রীষ্মেও
ঋতুরাজ ওঠে মেতে.......
তোমার তমশাময় চিলেকোঠায়,
আলেয়াও শ্বেত ফসফরাসের মতো জ্বলে৷
স্মৃতি, কেন তুমি এত উজ্জ্বল?
কেন স্মৃতি? কেন?
তিমিরাবগুণ্ঠিত সুপ্তির প্রান্ত বেয়ে নীলরাজ্যে
পুণ্ডরীকের পাপড়ির ভেলা......
তুমি এত রোমাণ্টিক....?
তোমার নিষ্পলক সৃষ্টিরা আজও আন্দোলন তোলে
আমার আবিল দৃষ্টিপথে.....
স্মৃতি, কেন তুমি এত চঞ্চল?
আর এই তুমিই সেই তুমি.....
যে তুমি আমার আবাল্য শৈশবকে
দু-পায়ে পিশে খুন করেছ অবহেলে.......৷
হ্যাঁ হ্যাঁ, তুমি, তুমি৷
স্মৃতি, তুমি এত নিষ্ঠুর?
বলো, কেন তুমি এত নিষ্ঠুর??