স্তব্ধ দুপুরে কাঠফাটা রোদ্দুর...
মেঘমুক্ত আকাশ থেকে গলিত সোনা
পড়ছে ঝরে.......
তবুও যে বিরহের সুর
মনেতে করছে আনাগোনা৷
আষাঢ়ের এই প্রথম দিবসেই যক্ষ.....
পেয়েছিল আসমানে ভাসমান একখণ্ড মেঘ,
পাঠিয়েছিল আনতে প্রিয়তমার সংবাদ....
প্রাণখুলে বলেছিল হৃদয়ের উদ্বেগ৷
আজ বিষণ্ণ হৃদয়ে আকাশপানে চেয়ে
অপেক্ষা করে চলেছি মেঘমালার আশায়,
বৃষ্টিভেজা মাটির সোঁদা গন্ধ পাইনি কতদিন.....
শুনিনি কতদিন ঝম্ঝম্ বর্ষণের হাসি;
শুনে চলেছি শুধু তৃষ্ণার্ত চাতকের আর্তনাদ
আর সব মৃতপ্রায় উদ্ভিদের কান্না৷
আজ তবুও জাগছে প্রাণে ছন্দময় সুর
কে যেন দিয়ে গেছে অদম্য আশ্বাস৷
বলে গেল শুষ্কতা হয়ে যাবে দূর.....
কারণ বৃষ্টি না এলেও এখন বরষা৷৷