স্মৃতি....., তুমি কি এখনও চুপ করে থাকবে?
অচেনা পথের বাঁকে একাকী হৃদয় .....
ছিন্ন তার অবগুণ্ঠনের নাগপাশ.....
আকাশছোঁয়া প্রেম..... রংধনুর পাপড়ির মতো
অলীক কল্পনার বশে ছুটে চলে....
ছড়িয়ে পড়ে দেহের প্রতি উষ্ণ ধমনীতে৷
বোঝা আর না বোঝার সীমারেখায়
অস্তমিত আলোয় স্পিহাও শীতল হয়৷
অসাগরা আর এক ধরণীতে থমথমে সন্ধ্যায়.....
বিষণ্ণ জলাভূমির মিথেনে সদ্যস্নাত ইন্দ্রিবর
দূর আজানের অপেক্ষায়...
কোকিল-মাসের সেই টুকরো টুকরো চিত্রকল্পের ডালি...
আন্দোলন করে না.... চুপ হয়ে থাকে৷
গীটারের স্যাড সং-এ আর্ত হয়ে ওঠে
বুভুক্ষু হৃদয়ের বিরহ৷
স্মৃতি......, তুমি কি পাথর হয়ে গেলে.....??