আমি একটা স্বপ্ন দেখেছি....
নতুন পৃথিবী গড়ার স্বপ্ন৷
ধূলিধূসরতার জঞ্জাল সরিয়ে
প্রাণবন্ত সবুজের স্বপ্ন৷
জীবনের দুঃখ দৈন দুর্দশার
পথ অতিক্রম করে যেখানে
বিরাজ করবে চির প্রশান্তি৷
যেখানে পাখিরা নির্ভয়ে গান গাইবে,
যেখানে ফুলেরা নিশ্চিন্তে বিকশিত হবে.....
লোভ-ক্ষোভ-হিংসা ভুলে যেখানে মানুষ
গেয়ে যাবে মিলনের জয়গান৷
সেখানে থাকবে না দূষণের মলিনতা,
বিশুদ্ধতার ঔজ্জ্বল্যে ঝলমল করবে চারদিক.....
সেই পৃথিবীর আকাঙ্ক্ষায় স্বপ্ন দেখি৷
স্বপ্ন দেখাই আমার প্রেরণা৷
ঈশ্বর করুন আমার স্বপ্ন যেন
দুঃস্বপ্নে পরিণত না হয়৷