বলতে গেলে আমার কোন অতীত নেই
অথচ অতীত সবারই থাকে।
অতীতকে স্মরণ করলেই কেবল
কষ্টের মাত্রা অধিক হারে বাড়ে-
আঘাতের চিহ্ন থেকে যতটা ব্যথা
অদৃশ্যে অনুভূত হয়;
আক্ষেপের স্মৃতির যাতনা তার চেয়েও বেশী।
আমার প্রেমীকা ছিলো কিংবা ছিলো না
সেটা মূখ্য বিষয় নয়,
প্রেমীকা নেই- এটাই বাস্তবতা
নিঃসঙ্গতা নিয়ে একাকিত্বে করছি অবগাহন।
কোন প্রেমীকাই আমাকে অভিযোগ-অজুহাতে
একা করে ছেড়ে যাইনি,
বরং সময় আমাকে পরাজিত করেছে-।
কাউকে বেঁধে রাখার ক্ষমতা নেই বলে
ভালোবাসবার আকাঙ্খাকে দমিয়ে রেখেছি।
যার প্রেমীকা নেই, তার না পাওয়ার যন্ত্রণাও নেই
অথচ প্রেমীকা না থাকার নিঃস্ব ভাবনায় ব্যর্থ যেন জীবনটাই।