অপরের দেখে- মোহ কাতরতায়
অন্তরে অতৃপ্তির আশা বাড়াই
শুন্যতা সৃষ্টি হয়
হতাশায় হাতড়াই।
যা পাবার যোগ্যতা নেই
অপারগ ধরে রাখার বিচারে
হারানোর যন্ত্রণা বাড়ে
তার প্রতিই,
মানুষ পেয়েও যা হারায়
সেটা কভু নির্মোহ নয়
অক্লান্তির আবেগে জড়ায়
নিজেকে নিঃশেষ করে দেয়-।
যে জীবনে কামনা কম
সে জীবনে তৃপ্তির দম,
না পাওয়ার হিসেব থাকে
দুরন্ত আকাঙ্খার বাঁকে।
জীবন কখনো কঠিন
চেনা-অচেনার দোটানায়
ততটা সহজ নয়
মুখগুলো মুখোশে রঙিন।
চলমান- ছুটে আশার পানে
প্রাপ্তি আসে খানেক,
পরিমিত তুষ্টের অন্তকরণে
প্রশান্তি অনেক।