মানুষ একাই জন্মায়
একাই থেকে যায়,
একা থাকার মূহুর্তে
একাকিত্ব ঘোচাতে
সাড়া দেবার সহমর্মীতায়
সাময়িক অভিনয়।
প্রয়োজনে কিছুদিন
থেকে যাবে; দুঃখ লাঘবে বিলীন
সময়ের নৃশংস আঘাতে
হারিয়ে যাবে স্বার্থের ব্যাঘাতে।


মানুষ বড় একা
যবে উপিলব্ধি; পেয়ে বাস্তবতার দেখা,
পরিস্থিতি কিংবা ভাগ্যের দোহাই
মানুষ একা ! একা ভুল করে সহসাই।


একা কাঁদে হৃদয়
অতীতের অনুশোচনায়
তবুও দগ্ধিত যাপনে
বক্ষে অনেক স্বপ্ন বুনে !
একা থাকার গল্প বড়-ই বিষন্ন
এইতো জীবন- কাছাকাছি মৃত্যু আসন্ন।