শিক্ষার লেবাসে
উগ্রতার আভাসে-
তাদের চাটুকারিতা স্বভাবে
জাতি দিশেহারা দাপটের প্রভাবে।
শুয়োরের বাচ্চাগুলো
দেশটাকে যেন গিলে ফেললো !
চেতনার নামে দেশ ইজারার ষড়যন্ত্র
শোষণ করাই এ গোষ্ঠীর মনে মূলমন্ত্র।
কে বলে কোথায় গণতন্ত্র?
কথা বললেই জেল-জুলুমের
ত্রাসের রাজত্বে নিরাপত্তাহীনতার
ছড়িয়ে রয়েছে দালালের বীজমন্ত্র।
হরিলুটের সম্ভাবনার
হুদাই লাফালাফি জনতার
বাপের দেশ ভেবে শাসনের
প্রচারে ব্যস্ত সময় মিডিয়ার।
শুয়োরের বাচ্চাগুলো
রাতারাতি উন্নতি করলো,
এখনো মানুষ মরে অনাহারে
উন্নয়নের ঠেলায় দ্রব্যমূল্য বাড়ে-।
আর বেশী দূরে নয়
জালিমের পতন হবে নিশ্চয়,
শুয়োরের বাচ্চাগুলো পালাবে
জাতি একদিন সমূলে বদলাবে।