তোমাকে প্রায় ভুলেই গেছি- বিষম আঘাতে
দূরত্বে-অদেখায়-ব্যস্ততার অজুহাতে।
হঠাৎ একদিন ফোন দিয়ে বললে,
ছটফট করো আমাকে হারালে !
আমি নাকি ভীষণ কঠিন হৃদয়ের
মূল্য দেইনা তব অনুভবের।
যাই কিছু বলো, করো যত অভিনয়
মনভোলা হবো না'কো তব ছলনায়,
আর প্রত্যাহত হতে চাই না
তাই প্রেমকে উড়িয়ে করছি সংসার কামনা।


যদি সত্যিকার অর্থে ভালোবেসো
চির প্রণয়ের জন্য ওলীর অনুমতি নিয়ে কাছে এসো-।
এই মানুষটা কতবার দূর্বলতা দেখিয়ে আর
বোকার মতো ভুল করবো বারবার?
অজুহাতে দূরে থেকে- কথার দরদে ভোলাবে?
এতোকাল অশ্রু বিসর্জনে- আর ভয় নেই, কী হারাবে !


কঠিন হয়ে যায় হৃদয়
তিলে তিলে যাতনায়।


পাবার প্রচন্ড ইচ্ছে হয়- তবুও দমিয়ে রাখি
অবৈধ সম্পর্ক মানে সামান্য কারণে ফাঁকি,
প্রেমের নামে অশ্লীলতা ছেড়ে
এসো, সংসার গড়ি; বৈধতা সহকারে।