স্বাধীনতা যেন আজ লুটে নিয়ে গেছে যতসব চাটুকার
অবৈধ শাসকের তোষামোদে ব্যস্ত অনেক জানোয়ার-
ভাষণ-স্লোগান-গানে হয়নি স্বাধীন এ দেশ আমার
স্বাধীনতা পেয়েছি, লাখো জীবন ত্যাগ; বিসর্জনের পর-।
মিডিয়ায় মিথ্যে আশ্বাসের ফেনা তুলে
দ্রব্যমূল্য-ট্যাক্স বাড়ায়, বেকার’রা অসহায় যাতাকলে
জনপ্রতিনিধি হয়েছে জনত্রাস
পরাজিত হবে রাষ্ট্রীয় সন্ত্রাস।
লুফে নেওয়া ক্ষমতার
খুব বেশী দীর্ঘ হবেনা আর,
মানচিত্র স্বাধীন হওয়াই পরিপূর্ণ স্বাধীনতা নয়
দালালের বাচ্চারা সীমান্তে পালালেই জনতা স্বস্তি পায়।
এদেশ আবার স্বাধীন হবে
মেহনতী মানুষ ডাল-ভাতে বেঁচে রবে,
আবার যুদ্ধ হবে !
নব্য রাজাকারদের মুখ চেতনায় ঝলসাবে,
মুক্তি পাওয়ার আমরণ প্রভাবে
পূঁজিবাদ আর নাটকীয় জঙ্গীদের বিরুদ্ধে যুদ্ধ হবে।


লুটে নেওয়া স্বাধীনতা- চেতনায় জপমালা উন্নয়নের
জাতি পায়নি আজও স্বাধীনতার স্বাদ- ভাত-কাপড়ের।