ইদানিং রূপসীরা বিদেশী ছেলেদের নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে-
ক্যামেরায় যা দেখে তা যে শতভাগ সত্য নয়; সেটা তাদের বোঝাবে কে?
মোহের নেশায়, জেদ ভাবনায়, ফরেন কান্ট্রিতে সেটেল হবার চিন্তা
বিশ্ব ঘুরে দেখা এসব স্বপ্নে নিজেদের অনিশ্চয়তায় ভাসমান রেখে
মানানসই কাউকে খুঁজে পাওয়া এবং সরলতার কাউকে পেয়ে যাওয়া
কতভাগ মেয়েদেরই বা সংসার এর আত্মশুদ্ধি হয়ে ওঠে-?


নেশায় বুঁদ হয়ে থাকা রূপসীরা অবাধ কামনার লিপ্সায় কাতর !
অতপর সুন্দর জীবনের আশা শেষ হয়ে যায় তাদের।


ক্যামেরায় যা দেখা আর ভেতরের রুপ অনেক ভিন্ন,
বাহিরের রূপ দেখে প্রেমে পরে যাওয়া উর্বশীরা
একসময় প্রত্যাহত হয়ে ব্যর্থ জীবন বহন করে চলে।


ক্ষণিক সময়ের জন্য এপার্টমেন্ট বা রিসোর্ট এর বেডে
শুয়ে থাকা- ইনজয় করা আর হৃদয়ের তৃপ্তিকেই বিনাশ,
উচ্চ বাসনার নেশা আর অল্পে সুখী থাকা এক নয়।


যেহেতু সুন্দরী ! ইচ্ছা-আগ্রহ-লোভ থাকতেই পারে,
অভিজাত্যের কাউকে জীবনের অবলম্বন হিসেবে চাওয়াই স্বাভাবিক ।
তবে বিমানের গতিতে ছুটে চলা মানুষগুলো কখনো
হেঁটে চলা মানুষদের নির্ভরতা ও ভরসার সাথে দায়িত্বশীল ভাবে চলতে পারেনা কখনোই।


কামেরার কারসাজিতে বিভোর হয়ে নিজেদের চোখ রঙিন করে
সাদা-কালো জীবনের আকর্ষণ গুলো চিরতরে ভুলে যাওয়া উচিত নয়।