সম্পর্ক বলতে
হাত ধরে হাঁটা, স্পর্শ-আলিঙ্গন কিংবা চুম্বন
নতুবা জৈবিক চাহিদা মেটানো নয়।
হোটেল, রেস্টুরেন্ট, পার্কে
নৈতিক স্খলন- সীমালঙ্ঘন নয় !
সম্পর্ক বলতে
আবেগের ঠেলায় নোংরামো নয়,
পবিত্র আত্মাকে অতি উৎসাহে
অপবিত্র করা নয়।
যেসব ভালোবাসায় সৃষ্টিকর্তার হুকুম আছে;
তার বাহিরেও
বিবাহবহির্ভূত বিবাহপূর্ব
একে-অপরের টানকেও
মুখ ফসকে আমরা সম্পর্ক বলি-।
সম্পর্ক বলতে
মানসিক প্রশান্তি
চোখজোড়া শীতল হবার
দারুণ অনুভূতি !
নগ্ন স্পর্শ করিনি বলে
আমাকে কাপুরুষ ভাবার কিছু নেই,
সবি ছিলো তোমার প্রতি আমার
ভালোবাসার সন্মান।
সম্পর্ক বলতে
বিশ্বাস দীর্ঘ হোক সংসার পর্যন্ত।