ফিরে আসতে চেয়ে না আসার কারণে
বারবার মিথ্যে অজুহাত দিয়ে লাভ নেই,
অদম্য ইচ্ছে থাকলে ছুটে চলে আসতেই।
অপেক্ষার পর অপেক্ষা
আশার পর আশা
অভিনয়ের পর অভিনয়
ভাঙা সম্পর্কের সহস্র বাহানায়
তিলে তিলে বিশ্বাস ভঙ্গ করেছো;
অথচ লোভাতুর অন্তকরণ নিয়ে সে
বিশ্বাসের মূল্য পরিমাপ করতে পাবেনা।
যে লোভে, যে মোহে, যার মিথ্যে প্রেমে
নিজেকে অশ্লীল আনন্দে নিঃশেষ করছো
দূরে থেকে কি প্রবঞ্চনা করেই যাবে শুধু?
আমাকে এতোটা বোকা নাও ভাবতে পারতে।
একটা সময় নিজেকেই অসহায়, একা এবং
নিঃস্ব, চূর্ণ-বিচূর্ণ হৃদয়ের মানুষই ভাববে;
প্রবঞ্চকরা কখনোই নিশ্চিত চিরসুখী হয়না।