থেমে থাকেনি কিছু
যা থেমে যাবার শঙ্কা ছিলো !
কামনা থেকেছে পিছু
যা শুন্যতাকে কেড়ে নিলো।
দম বন্ধ হয়ে হতাশার অন্ধকারে
ভেবেছিলাম শেষ হয়ে যাবো,
শেষ রক্ষা পেয়ে যেন দাঁড়িয়েছি ঘুরে
নতুনত্বের ছোঁয়ায় সৃজনশীলতা পাবো।


থমকে দাঁড়ানো পৃথিবীটা
কখনোই তো থামেনি-
নিজেকে নিঃশেষ করে
বিসর্জন দেবার কিছু নেই।
নিজে ভালো হলেও
জগৎ ভালো হবেনা,
যে যার মতো চলবে
আমি থাকা না থাকায়
পৃথিবীর কিছু যায় আসেনা।
নিজের প্রয়োজনে বেঁচে থেকে
চেনা-অচেনা মুখগুলো দেখে
থেমে যাবো না
বিচলিত হবো না
ইতিবাচক-নেতিবাচক প্রভাবে
নিরপেক্ষ হয়ে রবো স্বীয়-স্বভাবে।