আমার মা
একজন মানসিক প্রতিবন্ধি সন্তানের মা
আমি আমার মতো করে মায়ের পৃথিবীতে
একটু একটু করে বড়ো হচ্ছি
যখন ভিরের মধ্যে মানুষের  উত্সুক চোখ
আমাকে ভুরু কোচকানো দেখায়
মা অবিচ্ল থাকে তার স্নেহে


আমার মা স্নেহের বীর সৈনিক...।


মা কে কখনও বলতে পারিনি
খুব ভালোবাসি তোমাকে
এখন হৃদয়ের মাঝে কিছু শব্দ
সুর হয়ে শোনাতে ইচ্ছে করছে মাকে...


"কতো কি বলে লোকে
তাকায় অদ্ভুত  দৃষ্টিতে
মনে হয় আমি যেন নই কেউ এই পৃথিবীর


অনেক মন খারাপ
পারিনা বোঝাতে
ইচ্ছে অনিচ্ছেটাও পারিনা বলতে


এক মাত্র তুমি আছো মা
তোমার মতো কেউ বোঝেনা...


বিশ্বাস করো মা
আমি চাই না
কষ্টো দিতে তোমায়
অনেক ব্যাথায় যখন কাঁদো
তোমার চোখে তাকাতে পারি না ...!!!


এক মাত্র তুমি আছো মা
তোমার মতো কেউ বোঝেনা..."