ফাগুনের রাগ জাগে ধীরে ধীরে
আমের মুকুলে পলাশের দামে
উষ্ণ পরশে কাঁদে বাঘা শীত
বিদায়ী মাঘের অন্তিম যামে।


ঘন শিশিরের তিরতিরে প্রীতি
ছোঁয়া রেখে যায় মিয়ানো প্রেমের
বিদায়ী শীতের যাপন বিলাস
এখনো পূরেনি তিয়াসা হিমের।


দীঘল তনুর আগল খুলে কে
আড়চোখে চায় প্রিয়ার পানেতে
ভাঙলো কি মান ভাঙলো এবার
ফুল ফাগুনের বিষম খেলাতে।


সূর্য রাগের আধেক প্রহর
মুখ ঢেকে রয় কুলবধূয়া
দখিন মলয় ভাঙায় লজ্জা
গণ্ড কপোলে এঁকে প্রেম ছোঁয়া।


ভ্রমর গাইবে মধুপ ছুটবে
আম্র ফুলের মৌ লুটে নিতে
তুলবে কোকিল মধুর লহরী
কাকের বাসায় ছানাটি ফোটাতে।