মানুষ আজ নয় কেন গো মানুষের জন্য?
মনুষ্যত্বের চেতনাহীন মানুষ, সে তো বন্য!
অহিংস যোগীর বাণী -'বুদ্ধং শরণং গচ্ছামী'
সহিংস ঘাতে মেতেছে! কী নিদারুণ নষ্টামী?


মানবতা কেঁদে ফেরে; নেই কারোরই হুঁশ -
হিন্দু নয়, মুসলিম নয় ওরে, এরা যে মানুষ!
এ কী বন্যাতায় মেতেছে ওরা সেজেছে উন্মাদ
মানবতা বিপর্যস্ত আজ ভেঙ্গেছে সকল প্রবাদ।


কী দেখছি আজ? সভ্যতার ডানায় ভর করে
অহিংস যোগীর সহিংসতায় লাখো প্রাণ কাড়ে
শীতঘুমে নিমজ্জিত মানবতার শিব-কঙ্কাল!
কারা তুলছে হাহাকার, কারা সেই চণ্ডাল?


মানবতার তরে ঝরতো যার কুম্ভিরাশ্রু কণা
নোবলের মালা গলায় দেখি এ কী নাগফণা?
আপোষ করেছে সু চি 'হাঁটুর মগজে'র সাথে
তখত-তাউস যতই ব'ল কিছু নেই তার হাতে।


মানবাধিকার গোষ্ঠী দেখছে না কি রোহিঙ্গাদের হাল
সুচি’র নীরবতা নয় কি তবে বিশ্ব-মোড়লের চাল?
____________________
⭐কবিতাটি "সম্ভার" (পৃষ্ঠা-১০) কাব্য সংকলনে প্রকাশিত।