নভোম'ল ফুঁড়ে আসা
দুর্লঙ্ঘ আকাশ হতে বিজলীর স্খলিত আভা -
নয় কিছু জোছনার প্রাণোদারী বিভা;
ভরায় না পরাণ, কেড়ে নেয় শুধু প্রাণ!
কার শাপের অভিশাপ? কে করে বিধান?


'দেও'য়ের দেয়া হয়ে অশ্রু ঝরায়
অসীম মণ্ডল হতে কোন বার্তা ছড়ায়?
কী জানি কি রোষে-ক্ষোভে ফাঁটে হুঙ্কারে
ভীম নাদে গরিয়সী মনতোষি তেজে
বারেবারে গর্জে সে আদিম অহংকারে?


অপার রহস্য এক - প্রকৃতির বজ্র নিনাদ
কোন রোষে ফুঁসে উঠে কাকে করে তাক?
কোন অভিঘাতে মেঘ ঝরায় বারি
সাজায় ধরাকে মুছে রুক্ষ খরা?
তাতে দেখ কত প্রাণ যাচ্ছে মারা!


আগুন পাখাটি চড়ে কখন যে আসে ফিরে
বজ্র থেকে ধেয়ে আসা অগ্নিবানে
কী জানি তার অভিঘাতে
ঝরে যাই কোন প্রাতে
তার দিশা কার আছে জানা?
____________________
⭐ কবিতাটি "সম্ভার" (পৃষ্ঠা-০৮) কাব্য সংকলনে
প্রকাশিত।