চাই সুখ, চাই -
তীব্র জ্বালার মহিমা;
জাগায় বেদনা অঙ্গার সম
দগ্ধ-বিলোল ছাই।
আধ-পোড়া কাঠ;
শিল্পীর ক্যানভাসে-
শাশ্বত ভাষা পায়।
দহনের পোড়া ছাই -
বিশ্বজনে দেখো কেমন
মূর্ত প্রতীক বনে যায়!


তুষের অনলে ঢাকা
দহনের চাপা ছাই
জাগায় বেদনা, পুলকের সুর,
আবেশের শিহরণ।
এমন দুঃখের পরশ বলো
কে না পেতে চায়
কে নয় মানে সুখের মরণ?


ব্যথা দেয়ার ব্যথা যে কী
বুঝবে তা আর কেউ
আমি জানি, আগুনও জানে
জানে বানের ঢেউ।


ব্যথা দেয়ার ব্যথায় আমি
কেমন কাতর হই;
কেউ দেখে না, হৃদয় জানে
কেমন দহন সই।


- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
* কবিতাটি ‘স্বপ্ন কাজল’ (পৃষ্ঠা-১৮) ২০০৯, কাব্যগ্রন্থে প্রকাশিত।