যে মুখ দেখিনি চোখে
যার সাথে নেই চেনাজানা
রঙ বাহারে তবু কেন
এঁকে যাই তারই আলপনা?


স্বপ্ন পাখির হয়নি দেখা,
নিগূঢ় ধ্যানে কল্পনাতেই ভাসি
স্বপ্ন ঘোরে আনমনা হই,
তবু কেন তাকেই ভালবাসি?


স্বপ্নচারীর নীরব ছায়ায়
হরেক মোহের ছড়াছড়ি
যেথায় থাকি, যেমন থাকি
সেই স্মৃতিটাই বুকে ধরি।


হাঁটি অনন্ত বলয় ধরে
ভরসা - নিমিত্তের রাঙা পা'য়
আগত ছায়ায় স্বপ্নের মায়া
দেখেও দেখি না তায়!


যত ছিল স্বপ্ন, যত কল্পনা
সবকিছু তারেই নিয়ে
তবু কেন দখিনা মলয়
বিষাদে যায় দেখি ছেয়ে!