আসর কবি কবীর হুমায়ূনের "শেষ বিকেলের আলো" পড়ে উদ্বুদ্ধ হয়ে লেখা কবিতাটি প্রিয় কবিকে উৎসর্গ করছি।
------------------------------------


জীবন সায়াহ্নের পশ্চিম বারান্দায়
ভাবনায় বিধুর হিয়া আজ অবেলায়
স্মৃতির মৌমাছি মনে ভিড় করে এসে
বাইস্কোপ ফিতাটিও যায় বুঝি ফেঁসে।


পুরনো দিনগুলো ফিরে ফিরে আসে
স্মরণের ছায়াছবির আবছায়া ভাসে
স্মৃতি কিছু মনলোভা কিছু আছে ভারি
দল বেঁধে ভেসে আসে গেয়ে শোকসারি।


দুরন্ত সেই শৈশব আর উত্তাল যৌবন
কী সুখের আবেশে যেন উঠত নেচে মন
খেলাধুলা মারামারি আর ফুল-ফল চুরি
কিছুতেই কি ছিল কেউ আমাদের জুড়ি?


ভাই-বোন দাদা-দাদির আদর ছায়ায়
দিন গেছে প্রতিবেশীর প্রশ্রয় মায়ায়।
জীর্ণবেশ মোটা ভাতের সেই দিনগুলি
কত সুখে কেটে গেছে মেখে কাদা ধূলি।


বৈভব জৌলুসে ভেসেও আজ নেই যেন সুখ
সাদামাটা জীবনে ছিল চাওয়া-পাওয়ার ভুখ
তবু সেই দিনগুলো স্মৃতির পাতায় কতই মধুর
জীবন কী সহজ ছিল, ছন্দ ভরা প্রীতিঘন সুর।


আজ বাড়ি গাড়ি টাকা কড়ির বেশুমার সুখ
তবু কেন ক্ষণে ক্ষণে হাহাকারে ভরে ওঠে বুক?
শান্তি নেই স্বস্তি নেই শুধু চকমকে সভ্যতার বড়াই
এতো প্রাচুর্য তবু, মন মরে যায় পাতা ঝরা খরায়।