জীবনের আছে অভিষেক আছে মহাপ্রস্থান
অযুত বর্ণে ছন্দে তবু গাই জীবনেরই গান।
সময় পেন্ডুলাম দোলে, বেজে যায় টিকটিক
কাউকে পরোয়া নেই, দোলে সে নির্ভীক।


স্মৃতিরা পাপড়ি মেলে ধীরে গুটি-গুটি পায়
সময় বাহানা ছলে কত না কথা বলে যায়।
রূপালি কার্নিশ ধরে ভাবনার ছেঁড়া অবসরে
যত রেখা যত ছাপ পড়ে আছে এই ভাঁড়ারে।


মনকে দিয়েছি ছুটি, বাঁধবো না আর তারে
যাক ছুটে সে যেথায় খুশি কাছে কিংবা দূরে।
অপার নেশায় লোভ-লালসায় পাবে না তো থৈ
পথের বাঁকে পথ হারালেও নাচবে সে মাভৈঃ!


রামধনু রঙ জীবন নিয়ে জন্ম নেবো আবার
বৃষ্টি ছেনে জলকণাতেই ভরাবো মন সবার
'আকলাসহবেনী'র সপ্তবর্ণ ললাট পটে মেখে
ভালোবাসার স্বর্নালী বীজ বুনবো একে একে।


কী আজিব প্রেম দিয়েছো বলো, ওহে বিধাতা;
বুকের জমিনে এ পোড়াবুক যায় না কেন গাঁথা?
হেন সুন্দর মন চাই, পাই যেন আলোর জীবন
বিদায় কালে হাসতে চাই কাঁদুক না এই ভুবন!


🔯  কবিতাটি "দ্বাদশ রবির কর" (পৃষ্ঠা - ১৫) কাব্য সংকলনে প্রকাশিত।