ওরে ও ভোলা মন -            একবার তোর নিজের বিচার কর
ও লোভী মন -                  একবার তোর মনে আয়না ধর
                                  একবার তুই মনের ডায়েরী পড়।


করেছিস তুই -                  অবিচার কত; জুলুম মজলুমে
খেয়েছিস সুদ ও ঘুষ -         লোভের চরণ চুমে,
দেখ রে স্মরণ করে -          কার হক করতে হজম ছিলি রে বেহুঁশ?
ভাবছিস এ-বেলায় এসে -    আল্লাহকে ঘুষ দিয়ে শেষে হবি নিষ্কলুষ?


শেষবেলায় অসহায় রে তুই - চাইবি ক্ষমা করবি তওবা কাটা
আজ -                            সেই ঘরে দেখ চাবি আঁটা!
মালিক বলেন -                  মিজান আমার হাতে বটে
                                   ওহে, ক্ষমার মালিক নই রে মোটে
                                   জাহানের ভার বইতে পারি
তবু -                             ক্ষমার এ দায় সইতে নারি
                                   একবার তুই মনের ডায়েরী পড়।


মজলুম এখন পাবি কোথা, কোথা বা তার ঘর?
‌কেমন করে চাইবি ক্ষমা বল? একবার চিন্তা কর!
মালিক বলেন -                 এ পাপ তো নয় আমার কাছে
ক্ষমার মালিক -                  সেই মজলুম এখন কোথা আছে
আজ -                             সেই মানুষ খুঁজে বের কর
                                    একবার তুই মনের ডায়েরী পড়।


মিজানের হাকিম বলেন -        এক শর্তে পাইতে পারিস ক্ষমা
                                    তবে এত পুণ্য ভবে করেছিস কি জমা?
একটি কণার বিপরীতে -         মজলুমেরে দিবি এখন পাহাড় সমতুল
পুণ্য-পাহাড় কত আছে -         তোর ঘটে যা আছে তা কি নয় রে অপ্রতুল?
নিজ পুণ্য পরকে দিবি –        তাহলে তোর থাকবেটা কি?
                                    তারপর তুই কোথা যাবি, একবার চিন্তা কর
                                    একবার তুই মনের ডায়েরী পড়।


ওরে ও ভোলা মন -             একবার তোর নিজের বিচার কর
ও লোভী মন -                   একবার তোর মনে আয়না ধর
                                   একবার তুই মনের ডায়েরী পড়।