বৃষ্টিকণায় ঝড় দাপটে হলাম এলোমেলো
দৃষ্টি ধোয়া বৃষ্টিবিলাস! মন যে ব্যাকুল হল!
নতজানু শ্রাবণের হল এ কী - অন্তিম ফাঁদ
গুড়ু গুড়ু ডাকে দেয়া, মন ভিজে হয় বরবাদ।


মেঘের ভেলায় ভেসে শ্রাবণ যাবে এলোচুলে
কাশফুলেরা থাকবে ফোটে স্মৃতির কপাট খুলে।
হাসবে আকাশ ভাসবে শরৎ আলোর ফোয়ারাতে
হাজার কোটা আকাশখানা ভরবে জোছনাতে।


দুলিয়ে মাথা হেথা হোথা ডাকছে কাশের বন
কী জানি কোন নিখিল শোভায় ভরাবে ত্রিভুবন
স্নিগ্ধ শোভা ভালো লাগায় ছড়িয়ে সুখ রেণু
অবগুণ্ঠন সরিয়ে এবার হাসবে ধরার তনু।


শরৎ এসে ভালোবেসে মেলবে সুখের শাখা
সাদা মেঘের ভেলায় চেপে ছড়াবে তার পাখা।
শরৎ শোভার আবেশ পেয়ে পৃত্থি উড়ায় ঘুড়ি
প্রকৃতিকে সাজাতে তো বসন্তই তার জুড়ি!