বারে বারে দোল খায়, কেন এ শান্ত সরোবর?
অশান্ত ঢেউ— স্মৃতি তাড়ানিয়া মনের ভেতর!
হাসি-দুঃখ কান্নারাশির উথাল-পাতাল ঝড়
কুলু-কুলু বয়ে চলে বেদনাবিধুর স্মৃতির নহর!  


কান্না জমে বুকের ভেতর, কান্না জমে মনে
ব্যথার নদী কান্না হয়েই বইছে সংগোপনে।
কেউ দেখে তো কেউ দেখে না বুকের গহীনে
নীরব ব্যথার আগল খুলে ছড়াই মহীজমিনে।


মনে জাগে কত কথা, কত শত স্মৃতি,
বেলা-অবেলার কত গাথা— প্রীতি-সম্প্রীতি
খেয়াঘাটে ওরা জাগে ভব নদের কূল ছুঁয়ে
দুঃখ-সুখের দিনগুলো কেটেছে যাদের নিয়ে।


স্বজন-বন্ধু কত, ক্ষণে ক্ষণে দেখা দিয়ে যায়  
আমাকেও ডেকে বলে— আয়, আয়রে আয়।
সেই ডাক কানে এলে, স্মৃতির জানালা খুলে
যাপন-প্রস্থানের ছবিটি ভাবি সবকাজ ভুলে।


কী ছিলাম কী হলাম, কী হারিয়ে কী পেলাম
কার তরে কোন দেনা কী করে বা মিটালাম।
সময়ের চরকায় সবই তো হারিয়ে যায়
ভাবি তাই কীভাবে পৌঁছাই ওপারের সীমানায়।