প্রণয় সুখের মধুর আলয় - প্রীতির বসবাস
প্রেমহীনে করে থাকে আপন ঘরেতে পরবাস।
ভালোবাসার ধরন-ধারণ এমনি রূপের বদল
কাছে এলে দূর মনে হয় যায় না চেনা আদল!
হৃদয়ের দ্বার যাক খুলে যাক গোধূলির ক্ষণে,
সাঁঝের আলোয় কইতে কথা পরাণ প্রিয়ার সনে...


'ভাল বাসা' মিলে ভালই ভালোবাসা নয় তো
প্রেমহীন ভালোবাসার জলো স্বাদ জান তো?
সুরেলা বসন্তের যৌবন যদি যায় গলে গলে
ভেজা শিশিরের হিম পরশ ছোঁয়াও কপোলে
নবনীত বসন্তদিন মঞ্জরীতে যদি ফিরে আসে
ফেরারী বাতাস করবে মাতম পাতকের বেশে।


রাত দুপুরে তাল পুকুরে ঢিল ছুঁড়ে যায় কেবা
তিমির কেটে ভাসে দূরে স্নিগ্ধ আলোর আভা!
সিদ্ধ সুখের বায়না পুরায় যেমন নিষিদ্ধ প্রেমে
অভিসারের সন্ধিতে প্রেম এগোয় থেমে থেমে।