উচ্ছ্বলা কিশোরী -


জীবন আমার –
কখনো দেখি; সময় যাতনা বিশেষ,
সরোষে পিষ্ট দ্রাক্ষাতুরে পুষ্ট রস,
মিষ্ট ভালবাসার কুজা, সুখ প্রস্রবণে;
যেন বা প্রেমের অমরাবতী,
প্রিয়ার কপোলস্নাত কুমকুমাভা -
পরশরাঙা রঙিন অধর, চাঁদের রুপোলি আলো,
সুফলা ধরিত্রী বুকে উচ্ছ্বলা কিশোরী সুত।


গতিময় স্রোত –


জীবন আমার - প্লাবিত যমুনাঃ
ঘোলাজলে নীলাদ্রির সোহাগ প্রণয়,
উন্মুক্ত খেলার মাঠ, গতিময় স্রোত,
স্থির প্রত্যয়ী মুনি, অম্বর পিয়াসি পাহাড়,
বিক্ষুব্ধ ঊর্মি, স্নিগ্ধ সরোবরে ফলিত পদ্ম,
ডলফিন চোখে স্বপ্ন সবুজ নিশানা।
আমি তীর হতে হেরি উদ্ভ্রান্ত নয়নে
জীবন যে গো; সত্যি ‘ম্যাটার’!
-------------------------------


** আমার দৃষ্টিতে বারবার নানান আঙ্গিকে দেখা জীবনকে কবিতায় তুলে ধরতে গিয়ে কবিতাটি অনেক বড় হয়ে গেছে। কবিতাটি ১৯৮৮ সনে লেখা; পাঠকের ধৈর্যের কথা বিবেচনা করে (নতুনভাবে সম্পাদনা ছাড়াই) পর্যায়ক্রমে দু'টি করে স্তবকের পোস্ট দেয়া হচ্ছে। কোন স্তবকে পূর্ণ ভাব প্রকাশ না পেলে অনুবর্তী অংশে সেই ভাবটি খোলাসা হবে - আশা করছি। ধন্যবাদ।