(গীতিকাব্য)


বিনিসুতো’র মালা যেমন
প্রেম বিহনে ফেঁসে যায়।
অনাদরে বিমল সোহাগ
অভিমানে মুখ লুকায়।
বিনিসুতো’র মালা যেমন ...


বিনা মেঘে আকাশ কালো
শ্রাবণ ধারায় গরজায়।
অকালবেলা ফুটে যে ফুল
সকাল বেলায় ঝরে যায়।
বিনিসুতো’র মালা যেমন ...


সাঁঝ আকাশের অস্তাচলে
আবির ছড়ায় যেই রবি
সন্ধ্যাতারার ছোঁয়া পেয়ে
লাজে হারায় মুখছবি।
বিনিসুতো’র মালা যেমন ...


জেগে ছিলো মনের আশা
সাঁঝের বেলায় ফুল ফোটার
ভ্রমর সেথা না ভ্রমিলে
ফুল ফোটা তার হয় অসার।
বিনিসুতো’র মালা যেমন ...


- - - - - - - - - - - - -  - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৭৮) কাব্যগ্রন্থে প্রকাশিত।