কালের কোরাস এ কি! হালের বিজ্ঞাপন!
কখন জানি অচেতনে ধরবে ঠেসে দুরন্ত এ মন।
দুঃস্বপ্নের হলাহলেই নিয়ত যার বাস
তীক্ষ্ণ-আঁচড় কখন জানি করবে সর্বনাশ!

অকাল যামে হারিয়ে যাক দুর্বিপাকের ঢেউ
থাকবে না আর বসে জেনো নদীর কূলে কেউ।
হে বিধাতা, ও হে বিধি তোর কাছে এক বায়না
পায়রা পায়ের শেকলগাছা একটু খুলে দে না।

দেখতে লীলা রঙের খেলা এই অবনী ‘পরে
রঙিন চোখের স্বপ্নভেলা ডুবাস না গহ্বরে।
নীল বারিধির অশান্ত ঢেউ ডুবায় যদি কভু
স্বপ্ন জানিস জেগেই রবে জ্বলবে নিভু নিভু।